ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ
গতকাল ২২ জুলাই শুক্রবার কাতারে চাঁদপুর জেলা বিএনপি’র সহ সভাপতি ও মতলব দক্ষিন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারীকে কাতারে গন সংবর্ধনা দিয়েছে কাতারস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম।
সংগঠনের সভাপতি মোঃ মানিক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন মোল্লা প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খাঁন বাবু, সহ সভাপতি নুরুন্নবী, ক্রিয়া সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।
সংবর্ধিত অতিথি সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহ্বান জানান। ‘সরকারের পদত্যাগের এক দফা’ কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের এখন একটাই কাজ তাহলো বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া।
“যুগপৎ ধারায় বৃহত্তম গণআন্দোলনের এক দফা-ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী, অবৈধ সরকারের পদত্যাগ। আর কোন দফা নেই। ভোটাধিকার ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য যুগপৎ আন্দোলনের চালিয়ে যাওয়ার আহ্বান জানান।