চাঁদপুরের শাহরাস্তিতে “দুর্নীতি দমন কমিশন” শিক্ষা প্রকল্পের অর্থায়নে সততা সংঘের মেধাবী ছাত্র/ছাত্রীদের সততা promote করার লক্ষ্যে উপজেলায় বাছাইকৃত ২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, সততা স্টোর পুনরুজ্জীবিত করণের লক্ষ্যে অর্থ প্রদান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্কের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার অডিটোরিয়ামে শাহরাস্তি উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত অর্থ ও শিক্ষা বৃত্তি বিতরণ এবং বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলায় বাছাইকৃত ২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নগদ অর্থ প্রদান এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করা সকলকে ক্রেষ্ট ও মেডেল বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন মেহার উচ্চ বিদ্যালয় ও রাগৈ উচ্চ বিদ্যালয়। “তথ্য প্রযুক্তির সর্বাত্নক ব্যবহারই পারে দুর্ণীতিমুক্ত দেশ গড়তে” শীর্ষক বিতর্কে পক্ষে অংশগ্রহন করেন মেহার উচ্চ বিদ্যালয়ের নাবিলা নুসরাত, জোনায়েদ হোসেন, রিউনা তাহরিন এবং বিপক্ষে অংশগ্রহন করেন রাগৈ উচ্চ বিদ্যালয়ের ফাহমিদ হাসান, নুসরাত জাহান, আনিশা তাবাসসুম। বিতর্কে জয়ী হয় মেহার উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় রাগৈ উচ্চ বিদ্যালয়।