শাহরাস্তি উপজেলার চিতোষী সুলতানিয়া ফাযিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হুমায়ুন রশিদ। সঞ্চালনা করেন মাদ্রাসার সন্মানিত শিক্ষক জনাব আবদুল কাদের নোমান। সার্বিক সহযোগীতা করেন প্রভাষক নাসির উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর উদ্বোধক হিসেবে উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব, অধ্যক্ষ মাওলানা একরামুল হক মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সম্মানিত মেয়র হাজী আবদুল লতিফ এবং প্রোগ্রামস্থলে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরীক্ষার্থী, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য সর্বস্তরের ব্যক্তিবর্গ।
একটি সুশৃঙ্খল সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসা শিক্ষা যে পাঠদানের পাশাপাশি ব্যক্তির মানোন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে, কোনো অংশে মাদ্রাসার শিক্ষার্থীরা যে পিছিয়ে নেই তাঁর জন্য তিনি সন্তোষ প্রকাশ করে এর ভূয়সী প্রশংসা করেন। মাদ্রাসা শিক্ষাকে নিয়ে যারা বিরুপ মন্তব্য করে তাদেরকে তিনি ধিক্কার জানান এবং এরকম গর্হিত কাজ থেকে তাদেরকে বিরত থাকার অনুরোধ জানান।