আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ২০০১ সালে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি
~ মেজর অবঃ রফিকুল ইসলাম
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ আন্তর্জাতিক চক্রান্তে মাধ্যমে ২০০১ সালে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। তখন বাংলাদেশ উন্নয়নের দিক হতে পিছিয়ে পড়ে ছিলো। ২০০৯ সাল হতে আজ ২০২৩ পর্যন্ত ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নতির দিকে শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন। অন্য কোনো সরকারের পক্ষে আমার নির্বাচনী এলাকায় তথা বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হতো না। বিকাল ৪ টায় উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুভূমিক সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ওই কথা বলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিজামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ভূঁইয়া, রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রধান শিক্ষিক মনিরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী।
উপস্থিত ছিলেন, পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মদ ইরান, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, পৌর যুবলীগ সাবেক আহ্বায়ক শাহ্ এনামুল হক কমল, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক,
প্রধান অতিথি আরো বলেন, এমপি হওয়া সহজ নয়, মানুষের আস্থা, ভালোবাসা অর্জন করতে হয়। আমি মানুষের ভাগ্যে উন্নয়নের স্বপ্ন দেখছি। মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করে যাবো।