গণমাধ্যম ভিত্তিক গবেষণামুলক প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) কুমিল্লা-নোয়াখালী জোনের আওতাধীন চাঁদপুর বি অঞ্চলের আয়োজনে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ কর্মসূচি পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। অনুষ্ঠানে ফোকাল পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন।
কুমিল্লা-নোয়াখালী জোনের সুপারভাইজার ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ভুঁইয়া, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, শাহরাস্তি প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় কুমার সুমন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর এ অঞ্চলের এম আরও মোঃ আমজাদ হোসেন, বি অঞ্চলের এম আরও মোঃ আজাদ হোসেন, কুমিল্লা ডি অঞ্চলের এম আরও মোঃ আব্দুর রহিম।