ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শাহরাস্তিতে হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশনের বই বিতরণ প্রকাশ্যে সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের কার্যক্রমে নতুন নেতৃত্বে ঘোষণা ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার নতুন নেতৃত্ব সভাপতি তাজিম সম্পাদক রেজাউল বর্ণিল আয়োজনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পিঠা উৎসব উদযাপন শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শাহরাস্তি বিএনপি’র দোয়া মাহফিল শাহরাস্তিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ এর ১২ তম মৃত্যু বার্ষিকী শাহরাস্তিতে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণের ব্যতিক্রমী আয়োজন শাহরাস্তিতে বদলিজনিত কারনে বিদায়ী সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরবিদশে দোহায় বাংলা নবর্বষ- ১৪৩০ উদযাপন

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

বপিুল সংখ্যক প্রবাসী বাংলাদশেদিরে স্বতঃর্স্ফূত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদশে দূতাবাস ও বাংলাদশে এমএইচএম স্কুল ও কলজে এর যৌথ আয়োজনে দুই দনি ব্যাপী বাংলা র্বষবরণ উৎসব ১৪৩০ উদযাপতি হয়।

র্বষবরণ উপলক্ষ্যে বাংলাদশে এমএইচএম স্কুল ও কলজে প্রাঙ্গন বিভিন্ন রঙ বেরেং এর ব্যানার, ফেস্টেুন, বৈশাখী আলপনা, দেশীয় পালকি ও প্রাচীন ঐতিহ্যবাহী ঢেঁকি দিয়ে র্বণিল সাজে সাজানো হয়। প্রবাসী বাংলাদেশি পরিবার, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ র্সবস্তরের বাংলাদেশীগণ এবং দূতাবাসের সদস্যরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে এতে অংশগ্রহণ করনে।

র্বষবরণ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশীরা তাঁদের স্টলসমূহে বাংলাদেশি খাবার, মিষ্টান্ন, তজৈসপত্র, হস্তশল্পি, শাড়ী, মনোহরী দ্রব্য, অলংকার সামগ্রী, খলেনা এবং আল্পনা সহকারে বাংলাদশেকে ফুটিয়ে তোলনে। দূতাবাসের স্টলে বিভিন্ন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ঐতিহ্যবাহী দেশীয় পণ্যরে প্রর্দশন করা হয়। এ ছাড়াও মেলায় দূতাবাস র্কতৃক কনস্যুলার সেবা প্রদান করা হয়।

দূতাবাস পরিবার ও বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলজে এর শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদশেীদরে স্বতঃর্স্ফূত অংশগ্রহণে বাংলাদশেী গান ও দৃষ্টিনন্দন নাচের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অতিথিদের সামনে তুলে ধরা হয়। ‘এসো হে বশৈাখ এসো এসো’ গানটি সম্মলিতি কণ্ঠে পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্যবৃন্দ, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর শিক্ষার্থীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন- বৈশাখী, শ্রাবণ, চরিন্তন বাউল ও অনন্যা -বৈশাখী ও লোকজ সংগীত, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। এ ছাড়াও যেমন খুশি তেমন সাজো ও র‍্যাফেল ড্রর আয়োজন করা হয়।

এর আগে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম দূতাবাসের র্কমর্কতা- র্কমচারীসহ র্সবস্তররে প্রবাসী বাংলাদেশীদের উপস্থতিতে বিকাল ০৫ ঘটিকায় বাংলা র্বষবরণ উৎসবের উদ্বোধন করেন।

বাংলাদশেরে রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে বাংলা র্বষবরণ উৎসবে আগত অতিথিদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং র্আথ-সামাজিক উন্নয়ন র্সম্পকে অবহতি করনে।  তিনি উপস্থিতি সকলকে বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও র্স্মাট বাংলাদশে তথা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সকল প্রবাসীদের আরো বেশি অবদান রাখার আহবান জানান।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে হেল্পিং হ্যান্ডস ইউথ ফাউন্ডেশনের বই বিতরণ

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরবিদশে দোহায় বাংলা নবর্বষ- ১৪৩০ উদযাপন

Update Time : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

বপিুল সংখ্যক প্রবাসী বাংলাদশেদিরে স্বতঃর্স্ফূত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদশে দূতাবাস ও বাংলাদশে এমএইচএম স্কুল ও কলজে এর যৌথ আয়োজনে দুই দনি ব্যাপী বাংলা র্বষবরণ উৎসব ১৪৩০ উদযাপতি হয়।

র্বষবরণ উপলক্ষ্যে বাংলাদশে এমএইচএম স্কুল ও কলজে প্রাঙ্গন বিভিন্ন রঙ বেরেং এর ব্যানার, ফেস্টেুন, বৈশাখী আলপনা, দেশীয় পালকি ও প্রাচীন ঐতিহ্যবাহী ঢেঁকি দিয়ে র্বণিল সাজে সাজানো হয়। প্রবাসী বাংলাদেশি পরিবার, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ র্সবস্তরের বাংলাদেশীগণ এবং দূতাবাসের সদস্যরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে এতে অংশগ্রহণ করনে।

র্বষবরণ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশীরা তাঁদের স্টলসমূহে বাংলাদেশি খাবার, মিষ্টান্ন, তজৈসপত্র, হস্তশল্পি, শাড়ী, মনোহরী দ্রব্য, অলংকার সামগ্রী, খলেনা এবং আল্পনা সহকারে বাংলাদশেকে ফুটিয়ে তোলনে। দূতাবাসের স্টলে বিভিন্ন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ঐতিহ্যবাহী দেশীয় পণ্যরে প্রর্দশন করা হয়। এ ছাড়াও মেলায় দূতাবাস র্কতৃক কনস্যুলার সেবা প্রদান করা হয়।

দূতাবাস পরিবার ও বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলজে এর শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদশেীদরে স্বতঃর্স্ফূত অংশগ্রহণে বাংলাদশেী গান ও দৃষ্টিনন্দন নাচের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অতিথিদের সামনে তুলে ধরা হয়। ‘এসো হে বশৈাখ এসো এসো’ গানটি সম্মলিতি কণ্ঠে পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্যবৃন্দ, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর শিক্ষার্থীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন- বৈশাখী, শ্রাবণ, চরিন্তন বাউল ও অনন্যা -বৈশাখী ও লোকজ সংগীত, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। এ ছাড়াও যেমন খুশি তেমন সাজো ও র‍্যাফেল ড্রর আয়োজন করা হয়।

এর আগে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম দূতাবাসের র্কমর্কতা- র্কমচারীসহ র্সবস্তররে প্রবাসী বাংলাদেশীদের উপস্থতিতে বিকাল ০৫ ঘটিকায় বাংলা র্বষবরণ উৎসবের উদ্বোধন করেন।

বাংলাদশেরে রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে বাংলা র্বষবরণ উৎসবে আগত অতিথিদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং র্আথ-সামাজিক উন্নয়ন র্সম্পকে অবহতি করনে।  তিনি উপস্থিতি সকলকে বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও র্স্মাট বাংলাদশে তথা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সকল প্রবাসীদের আরো বেশি অবদান রাখার আহবান জানান।

Facebook Comments Box