
রুহুল আমিন খাঁন স্বপন; ফরিদগজ্ঞ প্রতিনিধিঃ
১ জুলাই শনিবার থেকে যাত্রা শুরু হল ফরিদগঞ্জ রোটারী ক্লাবের। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
শনিবার (১ জুলাই)বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংগঠনের চাটার্ড প্রেসিডেন্ট রোটা: হাজী কামরুল ইসলাম সাউদের সভাপতিতে ইয়ার লাঞ্চিং ও ফার্স্ট ডে সেলিব্রেশন প্রোগ্রাম দুই পর্বে অনুষ্ঠিত হয়।
ক্লাব সেক্রেটারি রোটা:এডভোকেট মাহবুব আলমের পরিচালনায় প্রথম পর্বে মেধাবী শিক্ষার্থীদের সহ সহায়তা করা হয়।
এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর রোটারি ক্লাবের সেক্রেটারি রোটা: উজ্জ্বল হোসাইন আর এফ এস এম,সেক্রেটারি (ইলেক্ট)(২০২৪-২৫) রোটা: মাহবুবুর রহমান সুমন পি এইচ এফ এমসি , জয়েন্ট সেক্রেটারি রোটা: রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
দ্বিতীয় পর্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা এবং ফাস্ট ডে সেলিব্রেশন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর রোটারি ক্লাবের সেক্রেটারি (২০২৩-২৪) রোটা: উজ্জ্বল হোসাইন, সেক্রেটারি (ইলেক) রোটা: মাহবুবুর রহমান সুমন, জয়েন্ট সেক্রেটারি রোটা: রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ রোটারি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটা: প্রবীর চক্রবর্তী, ট্রেজারার রোটা: মানিক মামুন, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির পাঠান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নারায়ণ রবিদাস, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক রুহুল খাঁন আমিন স্বপন, শরীফ আহমেদ, বাজুস ফরিদগঞ্জ শাখার সভাপতি রোটা: দিলীপ কুমার দাস,রোটা:মুজিবুর রহমান, রোটা:রেজাউল করিম, রোটা:শাহেদ শিমুল, রোটা: বাকী বিল্লাহ, রোটা: শফিকুল ইসলাম হীরা ও রোটা: আমান উল্ল্যাহ আমান।