মোঃ জামাল হোসেনঃ
সংগঠন গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই শনিবার বিকেলে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন হেলাল, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান তপাদার। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ফরাজী, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নাজির আহমেদ, ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ ১০ বছরের সুখ দুঃখের কথা শুনেন এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল নেতাকর্মীরকে আহবান করেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কাজ করতে হবে। এবং শাহরাস্তি-হাজীগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে তাকে বিজয় করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। পরিশেষে সকল নেতাকর্মীর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান সম্পন্ন হয়।