চাঁদপুরের হাজিগঞ্জে মালবাহী কার্ভাডভ্যান চাপায় মোঃ তাজুল ইসলাম (৫৫) নামে সিএনজিচালিত স্কুটারের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আহতরা হলেন, মোঃ বাচ্ছু মজুমদার ও মোঃ সেলিম মজুমদার।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হাজিগঞ্জ পৌরসভার এনায়েতপুর জামে মসজিদের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কবলিত কার্ভাডভ্যান ও সিএনজিচালিত স্কুটারটি জব্দ করেছে পুলিশ। তবে চালকরা পলাতক রয়েছেন।
জানা যায়, নিহত মোঃ তাজুল ইসলাম ওরফে মোন্না শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের হাজি বাড়ির আব্দুল খালেকের ছেলে। তিনি তিনি স্থানিয় ওয়ারুক বাজারে নাইট গার্ডের চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারস্থ জামে মসজিদের সামনে শাহরাস্তিমুখী একটি দ্রুতগামী কার্ভাডভ্যান হাজিগঞ্জমুখী একটি নাম্বার বিহীন সিএনজিচালিত স্কুটারকে চাপা দেয়। এতে স্কুটারে থাকা তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, সড়ক থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। সড়কে বাঁধা জ্যাম যানবাহন চলাচলে স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮