আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সু-সংগঠিত করার লক্ষে শাহরাস্তি উপজেলা তাঁতী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন মঙ্গলবার উপজেলা তাঁতী লীগের আয়োজনে ছিকুটিয়া ব্রিজ সংলগ্ন রিভারভিউ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মাসুদ আলম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন মানিকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মোঘলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির তাঁতী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সু-সংগঠিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা,মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এমপি মহোদয়কে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে উপজেলা ও ইউনিয়ন তাঁতী লীগের কমিটির নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করের। এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে পৌঁছে দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আবার বিজয় করতে সকলের সহযোগিতা এবং ভোট প্রার্থনা করবেন বলে জানান। আলোচনা সর্বশেষে উপজেলা তাঁতী লীগের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।