শাহরাস্তি বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়্যারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ কামরুজ্জামান মিন্টু। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,শাহরাস্তিতে বসবাসরত সকল জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি শাহরাস্তিবাসী ও বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি আরও বলেন, মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা। ঈদুল আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল আযহার আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরও বলেন, কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। দেশের স্থবির জনজীবন প্রাণচঞ্চল হওয়ায় শুকরিয়া মহান আল্লাহ তাআলার নিকট। শাহরাস্তির জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের পাশে সারা জীবন পাশে থেকে কাজ করার জন্য মহান রাব্বুল আলামীন আমাকে কবুল করে নিক। পবিত্র এ দিনে আমার শাহরাস্তির প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল আযহায় আমি এই কামনা করি। ঈদ মোবারক!