
সারাদেশের ন্যায় রোববার (১৮ জুন) শাহরাস্তি উপজেলায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পালিত হয়েছে। সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২ শ ৪১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪ শ’ ৯১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৬ শ ৭৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬ শ’ ৬৩ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ১৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা হাতে নেয়া হয়েছে। যার ৯৮ ভাগ অর্জন হয়েছে।