আয়নাতলী সপ্রাবি’র উদ্যোগে উঠান বৈঠক
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের আয়নাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রস্তুতি সহ শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাসমেন্ট এলাকার মোল্লা বাড়িতে গত ১৪ জুন এই উঠান বৈঠকটি হয়।
উক্ত সভায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাফায়েত হোসেন বলেন, শিক্ষা আপনার সন্তানের অধিকার, আপনার সন্তানের পড়ালেখার যাবতীয় খরচ বহন করে সরকার, আমরা এ উঠান বৈঠকের মাধ্যমে সকল শিক্ষক আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে ঘাটতি জানতে আপনার উঠানে আসলাম আপনারাও একটু আন্তরিক হোন। আপনার সন্তান কে সম্পদে রূপান্তর করে দেওয়ার দায়িত্ব আমাদের।