
স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদের দুই ঘন্টার মধ্যেই আত্মহত্যা করেছে শাহরাস্তির এক যুবতী। আজ বিকেলে শাহরাস্তি পৌর এলাকার বাত্তলা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাত্তলা হাজী বাড়ির বাবুল মিয়াজীর মেয়ে নিশাত (১৮) পারিবারিক সম্মতিতে প্রায় ৮ মাস পূর্বে বরুড়া উপজেলার বিসন্নপুর গ্রামের রাব্বির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর রাব্বি প্রবাসে চলে গেলে নিশাত পরোকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।
তার এবিষয়টি জানাজানি হলে তার স্বামী তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার চাপ দেয়।
প্রতিবেশী কয়েকজন জানান, নিশাত তার পরোকীয়া প্রেমিকের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই আলোকে ১৪ জুন দুপুরে নিশাত তার স্বামীকে তালাক দেয়। তালাকের দুই ঘন্টা পরেই বাড়িতে এসে নিজ ঘরে আত্মহত্যা করে নিশাত।
বাড়ীর লোকজন ধারণা করছেন পরোকীয়া প্রেমিকের নিকট থেকে প্রত্যাক্ষিত হয়েই নিশাত আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানায়।