চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ঠাকুর বাজারের আমানিয়া হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ জুন সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন খাদ্যদ্রব্য ও ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অপরাধে আমানিয়া হোটেলকে অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিএসটিআই লাইসেন্সবিহীন খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অপরাধে পৌর এলাকার ঠাকুরবাজারের আমানিয়া হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত হোটেলের খাদ্য তৈরি, প্রক্রিয়াজাত ও কর্মপরিবেশ পরিচ্ছন্ন ও উন্নত করা হবে মর্মে হোটেল মালিক অঙ্গীকার করেন।
প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিদর্শক, বিএসটিআই, কুমিল্লা। সহযোগিতা করে শাহরাস্তি থানার একটি পুলিশ টিম।
এছাড়াও সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।