চাঁদপুরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার সবক প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার আয়োজনে সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সবক অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন হযরত মাওলানা লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসাইন পাটোয়ারী (লাবলু), পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ নেওয়াজ, অভিভাবক মোঃ আলী আজগর মিয়াজ, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মাওলানা মোঃ আবু তাহের, মাওলানা খলিলুর রহমান, শাহরাস্তি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা হুসাইন আহমেদ চাঁদপুরী, মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম, মাওলানা রবিউল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহফুজুর রহমান-বুলবুলী।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষানূরাগী মোঃ কামাল হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ।
ছাত্রদের সবক পাঠ করান প্রধান মেহমান হযরত মাওলানা লুৎফুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুদ্দিন যাহেদী।