সালে আহমেদ,ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরা কোনাপাড়ায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুদ হাসান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বার (৬জুন) রাত সাড়ে ৮ টার দিকে ডেমরা কোনাপাড়া সড়কে সিটি মিলের সামনে দক্ষিণ সাইট রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার আব্দুর রহমানের পুত্র। সে কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিল এর সামনে ইউনিটি ভ্যালী নামক ভবনে বসবাস করত। এবং মোবাইল ফোন সরবরাহকারী প্রতিষ্ঠান আইটেল কোম্পানিতে কর্মরত ছিল।
ডেমরা থানার অফিসার্স ইনচার্জ শফিকুর রহমান পিপিএম,কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,সিএস ট্রান্সপোর্ট ট্রেডিং কভার ভ্যান নাম্বার ঢাকা মেট্রো-ট-১১-৬৬৮৩ নিয়ে ডেমরা হতে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কোনাপাড়া সিটি মিলের দক্ষিণ সাইডে ব্রিজের ঢালে রাস্তার ওপর আসা মাত্রই মোটর সাইকেল আহরী মাসুদ হাসান আল কারামরী, পিতা- আব্দুর রহমান আল কামারী,সাং- হাতেম খাঁ ,থানা -বোয়ালিয়া ,জেলা- রাজশাহী । মোটরসাইকেল নং- স-৪৪-০৮০০ নিয়ে রাস্তা পার হওয়ার সময় দুতগামীকভার ভ্যানের ধাক্কায় নিচে পড়ে যায় ।এবং ঘটনা স্থলে সে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনা কবলিতমোটরসাইকেল, ঘাতক কভার্ডভ্যান, ও দুর্ঘটনায় নিহতের লাশ,ডেমরা থানা পুলিশের হেফাজতে আছে ।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে রাস্তার যানচলাচল স্বাভাবিক আছে।
ওসি জানান, দুর্ঘটনার পরপর কাভার্ডভ্যান জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। তবে তাকে সনাক্ত করার পাশাপাশি নিহত মাসুদ এর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।