চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের জন্য নির্ধারিত সম্পত্তিতে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩ জুন শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক সজল পাল, ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, জামাল হোসেন।
শাহরাস্তি প্রেসক্লাবের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের দিকনির্দেশনায় শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে সম্পত্তি ক্রয়সহ বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেয়। তারই ধারাবাহিকতায় নিজস্ব সম্পত্তিতে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়। শাহরাস্তি প্রেসক্লাবের উন্নয়ন কাজ দৃশ্যমান হওয়ায় বর্তমান কমিটিকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন মহল অভিনন্দন জানান।