রুহুল আমিন খাঁন স্বপন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
ব্যারিস্টার এট’ল হলেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ফজলে বীন মহসীন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন (ইংল্যান্ড) থেকে এলএলবি ডিগ্রি প্রাপ্ত হয়েছেন। এটি ১২টি ল এর উপর ৩ বছরের কোর্স ছিলো।
পরবর্তীতে লন্ডনের (BPP University) Holborn campus) এ ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যারিস্টার ট্রেনিং কোর্সের সুযোগ পান। সেখান থেকে ব্যারিস্টার এট’ল ডিগ্রি অর্জন করেন।
ফজলে বীন মহসীন ফরিদগঞ্জ উপজলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়্যারম্যান মরহুম মহসীন পাটওয়ারীর ছোট ছেলে।
মরহুম মহসীন পাটওয়ারী ও মিসেস ফরিদা ইয়াসমীন (সাবেক সহকারী শিক্ষিকা পাইকপাড়া বালিকা বিদ্যালয়) দম্পত্তির আরেক ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা।
ফজলে বীন মহসীন জানান, বড় ভাই লে. কর্ণেল ফয়সাল বীন মহসিন এর অক্লান্ত চেষ্টায় আমি বাবা ও মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। মুলত আমার বাবার ইচ্ছে ছিলো আমি ব্যারিস্টার হয়ে আমার এলাকার মানুষকে আইনি সহায়তা দেই।
কারণ ওনাকে সবসময় মানুষের বিভিন্ন কাজে আদালতের দারস্থ হতে হতো এবং তিনি উপলদ্ধি করেন প্রায়ই সঠিক পরামর্শের অভাবে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। তাই তিনি চেয়েছেন আমি যেন আইন বিষয়ে পড়ি এবং মানুষের সেবায় আসতে পারি।