রবো নীরবে
আর.কে.টুলি
এই যে!
শুনছো! হ্যাঁ, তোমাকেই বলছি,
আমি চলে যাচ্ছি,
আর আসবো না ফিরে
তোমার দ্বারে, বারে বারে।
তবে আমি আছি, থাকবো।
তোমার মতো করেই থাকবো,
যেমনি করে নিজেকে রেখেছো
আড়াল করে,
ঠিক তেমন করে থাকব।
থাকবো প্রতিটি স্পন্দনে,
থাকবো আকাশে, বাতাসে, মেঘ-বৃষ্টিতে
ভালোবাসায় ভিজিয়ে দিয়ে যাবো
বৃষ্টির মতো করে।
আমার অভাব যদি
কোনোদিন তোমাকে ভাবায়!
অনুভব করো আমাকে!
ভুল করে মনে করো কভু!
চলে আসবো,যেখানেই থাকি আসবো
যদি মাটিতে মিশে গিয়েও থাকি
আমি আসবোই।
আসবো মাটির সোঁদা গন্ধ হয়ে,
ওই আকাশের ফুল মুন হয়ে!
জেনে নিও আমি আসবোই।
Facebook Comments Box