ডাক
জেবুন্নেছা মুনিয়া
আমারে সে ডেকেছিলো
এই জল এই হাওয়া এই ঘাসফুল;
আমারে সে ছুঁয়েছিল হিম হিম রাতে
শত শত তারকার ভিড়ে।
একে বুঝি ভালোবাসা বলে!
স্পর্শের চাদর ঢাকে বেদনার ক্ষত
বলা হোক একবার ভালোবাসি কতো।
কালো জল ডেকে ডেকে গেছে
আমাকে বলেছে তার সর্পিল সিঁড়ি
এইখানে তোমার আসন পেতেছি
বসে যাও শুনে যাও জলের কূজন।
একে বুঝি ভালোবাসা বলে?
মৃত্যুও কাঙ্খিত কালিগোলা শীতল সময়ে
এইতো এসেছি দেখো ছু়ঁয়ে দাও উষ্ণ হৃদয়ে।
আমাকে বলেছে ঝরা রাতের শিশির
মেখে নাও ভালবাসা সুবাস মাটির
অপেক্ষায় রয়েছে কেউ কোথাও তোমার
খুঁজে নাও চিনে নাও পরশ তাহার।
একে বুঝি ভালোবাসা বলে!
অচেনা জীবন কোন নামহীন প্রিয় নামে ডাকে
নিকট কোথাও যেন দূর হয় বিস্মৃতির ফাঁকে।
Facebook Comments Box