চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে মোঃ আহসান হাবীব (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু এবং মোঃ নাহিদ ইসলাম (১২) গুরুতর আহত।
রবিবার (২১ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ আহসান হাবিব (২২) উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
মোঃ আহসান হাবিব (২২) ও মোঃ নাহিদ ইসলাম (১২) তারা দুইজন ঐ সময় গরু আনতে পার্শ্ববর্তি কেশবপুরে গেলে বজ্রপাতে মোঃ আহসান হাবিব (২২) ঘটনাস্থলেই নিহত হয় ও ছোট ভাই মোঃ নাহিদ ইসলাম (১২) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দ্রুত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ ও ১০নং পুনট্টি (ইউপি) চেয়ারম্যান মোঃ নুরে কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে