শাহরাস্তিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কৃষকের খড়ের পারা। এবিষয়ে ওই কৃষক থানায় অজ্ঞাত নামা দিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া সফির বাড়িতে ঘটে।
জানা যায়, ওই বাড়ির সোলেমানের পুত্র নরুন্নবী দিপুর বসত বাড়ির দক্ষিনে ইটের সলিং রাস্তার উত্তর পাশে একটি খড়ের পারা নির্মান করে। নির্মানের কয়েকদিন পর কে বা কারা ওই পারায় অগ্নি সংযোগ করে খড়গুলো পুড়িয়ে দেয়।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত দিপু বলেন, প্রতিদিনের মত ঘটনার রাতে আমি ঘুমিয়ে যাই। বাড়ি ও আশপাশের লোকজনের ডাক-চিৎকারে জেগে উঠি এবং দৌঁড়ে গিয়ে দেখতে পাই আমার খড়ের গাদায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কেউ এগিয়ে এসে নেভানোর আগেই মূহুর্তে সব খড়া ছাঁই হয়ে যায়। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কে বা কারা এই অগ্নিকান্ড সংগঠিত করেছে তা আমার জানা নেই। তবে বাড়ির কিছু লোকের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে।
তাদের মধ্য থেকে এমন ঘটনাটি সংগঠিত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন জঘন্য কাজটি তারা করবেন বলে আমি বিশ্বাস করিনা। তবুও আতংকিত হচ্ছি যে বা যারা এমন নেক্কারজনক কাজটি করেছে তারা ভবিষ্যতে আমার বসত ঘরেও অগ্নিসংযোগ করতে পারে। এবিষয়ে তিনি এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
স্থানিয়রা বলেন, ঘটনার সময় আগুনের লেলিহান ও হঠাৎ আলোর ঝলকানিতে আমরা ছুটে আসি। মূহুর্তে খড়ের পারাটি ভস্মিভূত হয়। তবে ঘটনাটি কারা করেছে অজ্ঞাত থাকলেও গুপ্ত কোন শত্রু এমন কাজটি করেছে বলে তারা মনে করেন।