চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের ফারহান ইসলাম ফারাবির (২৮ মাস) চিকিৎসা সহায়তা ফান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ অংশ নিয়েছেন। সম্প্রতি তিনি ওই শিশুর মায়ের হাতে তাঁর অংশ গ্রহণের অর্থ তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।
দিনমজুর পিতার ঘরে জন্ম নেয়া এই শিশুটি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। দেশের বড় বড় হসপিটালগুলোতে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বাংলাদেশে ফারাবির এই রোগের চিকিৎসা নেই বলে চিকিৎসকগন জানিয়েছেন। তাই তাকে ভারতের মাদ্রাজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। তাকে বাঁচাতে ৭/৮ লক্ষ টাকার প্রয়োজন।
শিশু ফারাবিকে বাঁচাতে তার পরিবার সকলের দ্বারস্থ হয়েছেন। ফুটফুটে এই শিশুটিকে বাঁচাতে দেশে-বিদেশে থাকা সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার।
সবাই কিছু কিছু আর্থিক সহযোগিতা করলে এই শিশুটিকে বাঁচানো সম্ভব। তাই সবাই আপনাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সহায়তা পাঠানোর ঠিকানা:
ফারিয়া আক্তার (অসুস্থ শিশুর মা)
পার্সোনাল বিকাশঃ ০১৭৬৮ ১৯৪৫৯১