চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ১৮ মে ২০২৩ ইং তারিখ ৩ :০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নেয়ামত নগর এলাকার গ্রীণ ভিউ স্কুলের দক্ষিণে এবং তরিকুল নার্সারীর উত্তরে পাঁকা রাস্তার পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি -৭,০৯,৫০০ (সাত লক্ষ নয় হাজার পাঁচশত), বাংলাদেশী নগদ-১২০৬০/-(বারো হাজার ষাট) টাকা, মোবাইল ফোন-২টি, সীমকার্ড- ৩টি, জাল রুপি তৈরীর গাম-৮০০ গ্রাম সহ আসামী মোঃ বশির উদ্দিন (৪৯), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-মোছাঃ শওকত আরা বেগম, সাং-শাহাবাজপুর (পারদিলালপুর), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করে।
প্রাথমকি জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেেক জালনোট ব্যবসার সাথে জড়িত। তার নামে র্পূবে এ সংক্রান্ত আরো ০৩টি মামলা চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার একটি নির্জন বাসায় সে এ ব্যবসার র্কাযক্রম পরচিালনা করে আসছে। জিজ্ঞাসাবাদে এ সিন্ডিকেটের আরোও কিছু তথ্য পাওয়া যায়।
সীমান্ত এলাকায় জালনোটের লেনদেন সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে এ চক্রের মূলহোতাকে বিপুল পরিমাণ জাল রুপি এবং বাসা তল্লাশি করে জালনোট তৈরীর সরঞ্জাম সহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।।