রুহুল আমিন খাঁন স্বপনঃ ফরিদগঞ্জে গত তিন দিনেও হদিস মিলেনি আদিল মোহাম্মদ সোহান(৮) নামে ছোট শিশুটির। সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
গত সোমবার (১৫মে) সন্ধ্যায় সোহান নিজ বাড়ির আঙ্গিনায় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি। সে পৌর এলাকার রুদ্রগাও গ্রামের তালুকদার বাড়ির মো. আনোয়ার হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ২য় সন্তান। শিশুটিকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় জিডি(১০৬৪, তাং-১৬.৫.২৩) করা হয়।
সোহানের বাবা জানান, সোমবার আমার ছেলে প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ পড়তে যায়। নামাজ শেষে সময় মতো বাড়িতে না আসায় আমরা খোঁজাখুজি শুরু করি। এক পর্যায়ে আমাদের প্রতিবেশি,স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোনো হদিস পাইনি। তাকে না পেয়ে পরিবারের সবাই নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দিশেহারা হয়ে পড়েছি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মান্নান জানান, পুলিশ সোহানকে উদ্ধারের বিষয়ে তৎপর রয়েছে। কোনো সু-হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে মোবাইল নাম্বার- ০১৩২০-১১৬১২৭ ও মোবাইল নাম্বার ০১৭১৬-৫৯১৫১৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।