রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ৯ দফা দাবিতে সকাল ১০থেকে ১ পর্যন্ত বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মুলত বেশ কিছু দিন ধরে কলেজের না সমস্যা সমাধানে প্রশাসনের নিরব ভূমিকার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিক্ষার্থীরা, তাদের দাবি গুলো হচ্ছে
১/ আমাদের বাস চালু করতে হবে,
২/ ঝুঁকি পূর্ণ ভবনে শিক্ষার কার্যক্রম বন্ধ করতে হবে।
৩/ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ হল দিতে হবে।
৪/ কলেজ বাস কমপক্ষে ৫ টা দিতে হবে।
৫/নোংরা ওয়াশ রুমের সমাধান দিতে হবে।
৬/ ক্লাস রুম আধুনিক সাউন্ড সিস্টেম দিতে হবে।
৭/ শিক্ষক / প্রশাসনদের আমাদের সাথে সুন্দর আচারন করতে হবে।
৮/ কলেজের মাঠ ব্যবহারের উপযোগী করতে হবে।
৯/ চিকিৎসা কেন্দ্রে পর্যপ্ত মেডিসিন ও চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে।
এসময় শিক্ষার্থীরা বলেন সামান্য ঘটনা কে কেন্দ্র করে কলেজ বাস দীর্ঘ দিন বন্ধ করে রাখাটা উদ্দেশ্য প্রনোদিত, তাই আগামীকাল থেকে আমাদের জন্য ৫ বাস এর ব্যবস্থা করতে হবে।
মো সিয়াম নামে একজন শিক্ষার্থী বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী কলেজ হিসাবে আমাদের নিজস্ব বাস না থাকাটা লজ্জা জনক,তাই আমাদের জন্য পাচটা বাস এর ব্যবস্থা করতে হবে।
আফিফা আক্তার জিদনী নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, বাস নেই, পড়াশোনার পরিবেশ নেই, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই।
কলেজের একটি মাত্র হল(শামসুল আলোম হল) থাকলেও তা কলেজ প্রশাসনের নজরদারির বাহিরে থাকার কারণে তা বিলুপ্ত হতে চলেছে।
বিক্ষোভ চলাকালীন সময়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সড়কে ঝামেলা না করে কলেজের ভেতরে আসো। তোমাদের দাবিগুলো আমরা শুনবো এবং কীভাবে সমাধান করা যায় তা নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করবো।’