
যদি তুমি আসতে
ইশরাত জাহান রোজী
তুমি যদি আসতে কাছে তবে শ্রাবণ হতো গ্রীষ্মকালে
সব অভিমান মোমের মতো পড়ে যেতো গলে গলে।
যদি তুমি আসতে মেঘের দল গাইতো গান গুনগুনিয়ে মিষ্টি সুরে
আবেগগুলো পেখম তুলে নাচতো কেবল ঘুরে ঘুরে।
তুমি যদি আসতে কাছে রুক্ষ বনে ফুটতো ফুল অবিরত ঝলমলিয়ে,
পৃথিবীর সব কৃষ্ণচূড়া পড়তো ঝরে মাথার’পর ঝরঝরিয়ে।
তুমি যদি আসতে তবে শুস্ক গাছে জন্মাতো সব কচি পাতা থরে থরে
পৃথিবীর সবটা কোণা অক্সিজেনে যেতো ভরে।
তুমি যদি আসতে, তবে প্রাণহীন এই জীবন জুড়ে আসতো প্রাণ আবার ফিরে
না এলেও মনে রেখো, এই আমিটা তোমার হয়েই থাকব শুধু চিরতরে।
Facebook Comments Box