ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শাহরাস্তিতে নৃশংস হত্যা: তিন সন্তানের জনক দিনমজুর আলমগীরকে জবাই করে খুন! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় তারকাদের অটোগ্রাফসহ এম, কে, এস ব্যাটে জারিফ ফার্মা’র ছোঁয়া, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব পেল বিশেষ উপহার শাহরাস্তির মণিপুরে আলমগীরকে জবাই করে হত্যা মামলার ভয়ে বাবার জানাজায়ও থাকতে পারলেন না চিতোষী ডিগ্রি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার মরহুম চাঁড়ু পাটোয়ারী ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ : শাহরাস্তিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন শাহরাস্তিতে ইনসাফ হাসপাতালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা শাহরাস্তির ঠাকুরবাজারে মুদি দোকানের কর্মচারীর অর্থ আত্মসাৎ: কর্মচারী পুলিশ হেফাজতে

অশ্লীলতা এবং আমাদের সন্তান…..ইব্রাহীম খলিল স্বাধীন

আপনি আপনার বাচ্চাদের সামনে কাপড় পরে আছেন কেন? অশ্লীল ভঙ্গিতে তাদের সামনে কেন আসেন না?কিংবা শরীরের কাপড় ঠিক না রেখে তাদের সামনে হাত পা ছড়িয়ে কেন বসে থাকেন না? কিংবা আপনার স্বামীর সাথে রোমান্স করার সময় কেন বাচ্চাদের কে আড়ালে রাখেন? কিংবা টিভি চলাকালীন কোন খারাপ সিন আসলে কেন সরিয়ে দেন?

এর জবাব হচ্ছে আসলে বাচ্চা কে অশ্লীলতা থেকে দূরে রাখতে চান আপনি। আমরা বলি না? বেশি পাকনা? এই পাকনামো থেকে দূরে রাখতে চান,কিংবা বালেগ হওয়ার বয়সের আগেই সব জেনে বুঝে নিষিদ্ধ বিষয়ে যেন আগ্রহী না হয় সেটা চান। কিন্তু প্রশ্ন হচ্ছে,আসলেই কি আপনি পারছেন বাচ্চাকে অশ্লীলতা থেকে দূরে রাখতে?এইসব খারাপ শব্দ গুলো থেকে অপরিচিত রাখতে?

বাচ্চাদের হাতে চট করে ডিভাইস ধরিয়ে দেওয়া টা আমার একদমই না পছন্দ। বাচ্চা খায়না হাতে ডিভাইস দিয়ে দিলেন,বাচ্চা কাদে হাতে ডিভাইস দিয়ে দিলেন,বাচ্চা কথা শুনেনা ডিভাইস দিয়ে দিলেন,আপনাকে জ্বালাচ্ছে ব্যাস ডিভাইস দিয়ে দিলেন, এইগুলো বাচ্চাদের জন্য কতটা যে ক্ষতিকর তা আর বলার অপেক্ষায় রাখেনা।আমরা সবাই তা খুব ভাল করে জানি।

এই অনলাইন জগতে অশ্লীলতার একটা কর্নার আছে। এই কর্নার টা এভেইলেবল না, গোপন ভাবে এর সন্ধান মেলে,কোন বন্ধু থেকে,কিংবা কারো থেকে কোন হিন্ট পেয়ে এরপর নিজে খোঁজাখুঁজি করে তারপর হয়তো এইসব পায়।

একটু ভেবে দেখেন,আপনি বা আপনার সার্কেল ঠিক কোন বয়স টায় এসে এইসব অশ্লীলতার খোজ পেয়েছিলেন? পরকিয়া শব্দটার সাথে কবে পরিচিত হয়েছিলেন? আন্ডার গার্মেন্টস সম্পর্কে কবে জেনেছেন? কিংবা অশ্লীল পোশাক?বা শারীরিক সম্পর্কের কথা?

হয়ত দেখবেন ১৪/১৫ বা আরো বেশি। যদি আপনার বয়স ৩০ এর ঘরে হয় তবে তো ১৭/১৮ তে জেনেছেন।

অথচ আমাদের বাচ্চারা আমাদের কারণেই যেই সময় থেকে ডিভাইস হাতে দিচ্ছেন সেই সময় থেকেই এইসব শিখে ফেলছে।

কখনও বাচ্চাদের সাথে বসে দেখেন তারা কোন গেইমস খেলে? কোন কার্টুন দেখে? কিরকম গেইম বা কার্টুনের কাহিনী কি? বা কখনও কি দেখেন গেইমস বা কার্টুনের মাঝে আসা অন্য এপ্সের এড গুলো?

দাওয়াতে গিয়েছিলাম এক বাসায়। সাথে মুসহাফ ছিল না। অনলাইনে একজন পড়বেন, আমি কুরআনের এপ্স খুলে বসলাম। এপ্সটা লোড হতেই একটা এড আসলো,অন্য একটা গেইমের এড। আমি পুরা এড টা দেখলাম।

গেইম টা এরকম,গোয়েন্দাগিরির গেইম। ( পড়তে খারাপ লাগতে পারে ) স্ত্রী বাহিরে যায়, সেই ফাকে স্বামী তার বান্ধুবিকে নিয়ে আসে।তারা সোফার উপর অন্তরঙ্গ মুহুর্তে থাকে। বান্ধুবীর পরনে ছোট একটা টাওয়েল।

স্ত্রীর রোল টা হচ্ছে প্লেয়ারের, সে ঘরে ঢুকেই দেখে এক জোড়া জুতা যা তার না, একটু সামনে যেতেই দেখে সোফার উপর মেয়ে লোকের আন্ডারগার্মেন্টস,সে সেটা তুলে হাতে নেয়,ধরে দেখে এটা তার না।অপর দিকে বাড়ির দোতলায় উঠার সিঁড়ির নিচে স্বামী তার বান্ধুবী কে নিয়ে লুকিয়ে যায় যখন দরজা টা খুলতে নেয়।

এবার আসবে এপ টা নামানোর অপশন। লেখা আসবে আপনি কি আগে দোতলায় উঠে চেক করবেন? নাকি নিচে এসে হাতেনাতে ধরবেন? উপরে গেলে বান্ধুবী দৌড়ে ভাগতে পারবে,আপনি হেরে যাবেন। এবার ইন্সটাল করে খেলা শুরু করেন।সব মিলে ১৫/২০ সেকেন্ডের এক টা ভিডিও।

আমি গেলাম প্লে স্টোরে,মিনিমাইজ করে রেখে পড়া টা শেষ করে আবার গেলাম প্লে স্টোরে।

আসে পাশে সেইম কোয়ালিটির আরো গেইমস আছে,কোনটায় দেখাচ্ছে বিয়ের দিন বউ দেখলো জামাই পরকিয়া করে। এখন সে কি করবে? বিয়ে করবে নাকি না।।এরকম নানান কাহিনী।

এমন একেকটা কেইস যে সিরিয়াস আগ্রহ এনে দেয়।
বলাই বাহুল্য এদের কাপড় ঠিক নাই। সেকেন্ডে সেকেন্ডে অশ্লীল সিন।এবার ভাবুন একটু।

কুরআনের এপে এইসবের এড আসে। বাচ্চাদের গেইমসের এপে তো আসবেই। কার্টুনের ফাকে ফাকে এইসবই আসে আজকাল।

ভেবে দেখুন। বাচ্চাকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখছেন নাকি হাতের মুঠায় অশ্লীলতা ধরিয়ে আপনি আপনার কাজে বিজি থাকছেন?

বাচ্চা কি শিখছে? শারীরিক এটাচমেন্ট,পরকিয়া,অশ্লীল কাপড়। এইসব কি প্রভাব ফেলে না ঐটুক বাচ্চার ভিতর?সে কি শিখে যায় না তার মা বাবা কি করে? যদিউ আপনি তাকে রুমের বাহিরে রাখেন, সে কি বুঝে যায় না আপনার পরনে কি থাকে?বা আপনার শরীরের গঠন কি রকম?

আপনি উড়না পরে আছেন আপনার ৭/৮ বছরের বাচ্চার সামনে,অথচ সে দিব্বি এসব গেইমসে দেখে নিচ্ছে।

আমি তো ভাবি এইসব অশ্লীলতা শিখার চেয়ে আমার বাচ্চা না খেয়ে কাঁদুক, আমাকে ঘুমাতে না দিয়ে কাঁদুক, আমাকে কোন কাজ করতে না দিক। পড়াশুনা না করুক,কথা না শুনুক তাও ভাল। মস্তিষ্ক বিকৃত হচ্ছে না।

মাসুম নাজুক বাচ্চা গুলা আমাদের আমানত। আমরা আরাম করতে চাইলে শান্তি করতে চাইলে কেনই বা মা হলাম? কেনইবা ওদের কে এভাবে নষ্ট করে দিচ্ছি?

কেন দেই ওদের হাতে ডিভাইস?
পারছেন না? খুবই সহজ, হাতে ডিভাইস দিবেন না ব্যাস শেষ। কাঁদুক যত খুশি।

ট্রাস্ট মি,বাচ্চা ডিভাইস ছাড়াই খেতে পরতে ঘুমাতে শিখবে। আপনি ডিভাইস ছাড়াই খেয়ে পরে মানুষ হয়েছেন।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে নৃশংস হত্যা: তিন সন্তানের জনক দিনমজুর আলমগীরকে জবাই করে খুন!

অশ্লীলতা এবং আমাদের সন্তান…..ইব্রাহীম খলিল স্বাধীন

Update Time : ০৫:০০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

আপনি আপনার বাচ্চাদের সামনে কাপড় পরে আছেন কেন? অশ্লীল ভঙ্গিতে তাদের সামনে কেন আসেন না?কিংবা শরীরের কাপড় ঠিক না রেখে তাদের সামনে হাত পা ছড়িয়ে কেন বসে থাকেন না? কিংবা আপনার স্বামীর সাথে রোমান্স করার সময় কেন বাচ্চাদের কে আড়ালে রাখেন? কিংবা টিভি চলাকালীন কোন খারাপ সিন আসলে কেন সরিয়ে দেন?

এর জবাব হচ্ছে আসলে বাচ্চা কে অশ্লীলতা থেকে দূরে রাখতে চান আপনি। আমরা বলি না? বেশি পাকনা? এই পাকনামো থেকে দূরে রাখতে চান,কিংবা বালেগ হওয়ার বয়সের আগেই সব জেনে বুঝে নিষিদ্ধ বিষয়ে যেন আগ্রহী না হয় সেটা চান। কিন্তু প্রশ্ন হচ্ছে,আসলেই কি আপনি পারছেন বাচ্চাকে অশ্লীলতা থেকে দূরে রাখতে?এইসব খারাপ শব্দ গুলো থেকে অপরিচিত রাখতে?

বাচ্চাদের হাতে চট করে ডিভাইস ধরিয়ে দেওয়া টা আমার একদমই না পছন্দ। বাচ্চা খায়না হাতে ডিভাইস দিয়ে দিলেন,বাচ্চা কাদে হাতে ডিভাইস দিয়ে দিলেন,বাচ্চা কথা শুনেনা ডিভাইস দিয়ে দিলেন,আপনাকে জ্বালাচ্ছে ব্যাস ডিভাইস দিয়ে দিলেন, এইগুলো বাচ্চাদের জন্য কতটা যে ক্ষতিকর তা আর বলার অপেক্ষায় রাখেনা।আমরা সবাই তা খুব ভাল করে জানি।

এই অনলাইন জগতে অশ্লীলতার একটা কর্নার আছে। এই কর্নার টা এভেইলেবল না, গোপন ভাবে এর সন্ধান মেলে,কোন বন্ধু থেকে,কিংবা কারো থেকে কোন হিন্ট পেয়ে এরপর নিজে খোঁজাখুঁজি করে তারপর হয়তো এইসব পায়।

একটু ভেবে দেখেন,আপনি বা আপনার সার্কেল ঠিক কোন বয়স টায় এসে এইসব অশ্লীলতার খোজ পেয়েছিলেন? পরকিয়া শব্দটার সাথে কবে পরিচিত হয়েছিলেন? আন্ডার গার্মেন্টস সম্পর্কে কবে জেনেছেন? কিংবা অশ্লীল পোশাক?বা শারীরিক সম্পর্কের কথা?

হয়ত দেখবেন ১৪/১৫ বা আরো বেশি। যদি আপনার বয়স ৩০ এর ঘরে হয় তবে তো ১৭/১৮ তে জেনেছেন।

অথচ আমাদের বাচ্চারা আমাদের কারণেই যেই সময় থেকে ডিভাইস হাতে দিচ্ছেন সেই সময় থেকেই এইসব শিখে ফেলছে।

কখনও বাচ্চাদের সাথে বসে দেখেন তারা কোন গেইমস খেলে? কোন কার্টুন দেখে? কিরকম গেইম বা কার্টুনের কাহিনী কি? বা কখনও কি দেখেন গেইমস বা কার্টুনের মাঝে আসা অন্য এপ্সের এড গুলো?

দাওয়াতে গিয়েছিলাম এক বাসায়। সাথে মুসহাফ ছিল না। অনলাইনে একজন পড়বেন, আমি কুরআনের এপ্স খুলে বসলাম। এপ্সটা লোড হতেই একটা এড আসলো,অন্য একটা গেইমের এড। আমি পুরা এড টা দেখলাম।

গেইম টা এরকম,গোয়েন্দাগিরির গেইম। ( পড়তে খারাপ লাগতে পারে ) স্ত্রী বাহিরে যায়, সেই ফাকে স্বামী তার বান্ধুবিকে নিয়ে আসে।তারা সোফার উপর অন্তরঙ্গ মুহুর্তে থাকে। বান্ধুবীর পরনে ছোট একটা টাওয়েল।

স্ত্রীর রোল টা হচ্ছে প্লেয়ারের, সে ঘরে ঢুকেই দেখে এক জোড়া জুতা যা তার না, একটু সামনে যেতেই দেখে সোফার উপর মেয়ে লোকের আন্ডারগার্মেন্টস,সে সেটা তুলে হাতে নেয়,ধরে দেখে এটা তার না।অপর দিকে বাড়ির দোতলায় উঠার সিঁড়ির নিচে স্বামী তার বান্ধুবী কে নিয়ে লুকিয়ে যায় যখন দরজা টা খুলতে নেয়।

এবার আসবে এপ টা নামানোর অপশন। লেখা আসবে আপনি কি আগে দোতলায় উঠে চেক করবেন? নাকি নিচে এসে হাতেনাতে ধরবেন? উপরে গেলে বান্ধুবী দৌড়ে ভাগতে পারবে,আপনি হেরে যাবেন। এবার ইন্সটাল করে খেলা শুরু করেন।সব মিলে ১৫/২০ সেকেন্ডের এক টা ভিডিও।

আমি গেলাম প্লে স্টোরে,মিনিমাইজ করে রেখে পড়া টা শেষ করে আবার গেলাম প্লে স্টোরে।

আসে পাশে সেইম কোয়ালিটির আরো গেইমস আছে,কোনটায় দেখাচ্ছে বিয়ের দিন বউ দেখলো জামাই পরকিয়া করে। এখন সে কি করবে? বিয়ে করবে নাকি না।।এরকম নানান কাহিনী।

এমন একেকটা কেইস যে সিরিয়াস আগ্রহ এনে দেয়।
বলাই বাহুল্য এদের কাপড় ঠিক নাই। সেকেন্ডে সেকেন্ডে অশ্লীল সিন।এবার ভাবুন একটু।

কুরআনের এপে এইসবের এড আসে। বাচ্চাদের গেইমসের এপে তো আসবেই। কার্টুনের ফাকে ফাকে এইসবই আসে আজকাল।

ভেবে দেখুন। বাচ্চাকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখছেন নাকি হাতের মুঠায় অশ্লীলতা ধরিয়ে আপনি আপনার কাজে বিজি থাকছেন?

বাচ্চা কি শিখছে? শারীরিক এটাচমেন্ট,পরকিয়া,অশ্লীল কাপড়। এইসব কি প্রভাব ফেলে না ঐটুক বাচ্চার ভিতর?সে কি শিখে যায় না তার মা বাবা কি করে? যদিউ আপনি তাকে রুমের বাহিরে রাখেন, সে কি বুঝে যায় না আপনার পরনে কি থাকে?বা আপনার শরীরের গঠন কি রকম?

আপনি উড়না পরে আছেন আপনার ৭/৮ বছরের বাচ্চার সামনে,অথচ সে দিব্বি এসব গেইমসে দেখে নিচ্ছে।

আমি তো ভাবি এইসব অশ্লীলতা শিখার চেয়ে আমার বাচ্চা না খেয়ে কাঁদুক, আমাকে ঘুমাতে না দিয়ে কাঁদুক, আমাকে কোন কাজ করতে না দিক। পড়াশুনা না করুক,কথা না শুনুক তাও ভাল। মস্তিষ্ক বিকৃত হচ্ছে না।

মাসুম নাজুক বাচ্চা গুলা আমাদের আমানত। আমরা আরাম করতে চাইলে শান্তি করতে চাইলে কেনই বা মা হলাম? কেনইবা ওদের কে এভাবে নষ্ট করে দিচ্ছি?

কেন দেই ওদের হাতে ডিভাইস?
পারছেন না? খুবই সহজ, হাতে ডিভাইস দিবেন না ব্যাস শেষ। কাঁদুক যত খুশি।

ট্রাস্ট মি,বাচ্চা ডিভাইস ছাড়াই খেতে পরতে ঘুমাতে শিখবে। আপনি ডিভাইস ছাড়াই খেয়ে পরে মানুষ হয়েছেন।

Facebook Comments Box