চাঁদপুর সদর উপজেলার জাপরাবাদ গ্রামের মধ্যবিত্ত পরিবারের সাইফুল ইসলাম দম্পত্তির কোল জুড়ে জম্ম নেওয়া কন্যা হুমায়ারা সামরিন (২০ মাস)। হাস্যোজ্বল ফুটফুটে মেয়েটার ৮ মাস বয়সে বাসা বাঁধে ব্লু সেল টিউমার এবং নিয়োরোব্লাস্টমা ( বিরল ধরনের ক্যান্সার), সন্তানের সুস্থতার জন্য ভবিষ্যতের সম্বল বিক্রি করে, আত্মীয় স্বজন, ও ০৬-০৮ ব্যাচের বন্ধুদের সহযোগিতায় প্রায় ১৫ লক্ষ টাকার উপরে খরচ করে চাঁদপুর মেডিকেল থেকে শুরু করে দেশের সর্ববৃহৎ হাসপাতালের সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার দের চিকিৎসা সেবা নিয়ে ও আলোর মুখ দেখে নি।
দিন দিন অবস্থা খারাপ হওয়ায় দিশেহারা সাইফুল এর পরিবার। মৃত্যু আশংকায় ও টিউমার এর যন্ত্রনায় দিনরাত চিৎকার করে কান্না করে কন্যা শিশুর পরিবার। আত্মীয় স্বজন, ও বন্ধুবান্ধবরা শোকস্তব্দ। এমতাবস্তায় সুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করতে প্রায় ৮ লক্ষ টাকা দরকার। কিন্তু পুরো চিকিৎসার খরচ তার পরিবারের পক্ষে একা বহন করা খুবই কষ্টকর। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা চিকিৎসার জন্য খরচ হয়েছে। চিকিৎসার জন্য প্রতিনিয়ত আর্থিক সাহায্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সহায় সম্বল হারিয়ে দিশেহারা হুমায়ারা সামরিন এর বাবা সাইফুল ইসলাম।
সন্তানের আর্তনাদের আকুতি থেকে সবাইকে যার যার জায়গা থেকে সামরিনের চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ করছি করছি।
আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম
বিকাশ / নগদ 01862 665 333 (সাইফ সজিব)
ডাচ বাংলা ব্যাংক
মো সাইফুল ইসলাম
7017017969862