চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর উন্নয়ন কাজের একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মে) সকালে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ভোধনের নামফলক ভাঙ্গা ও উপড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এগুলো ভাঙচুর করেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় আওয়ামীলীগ নেতারা। যা রহস্যের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত ৮ মে চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া থেকে দৈয়ারা সড়কের এবং কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ভোধন করেন স্থানীয় এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ দু’টি উদ্ভোধনের নামফলকের মধ্যে একটি রাতের আধারে একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার বলেন, এ বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়ন বিরোধী দুর্বৃত্ত। আমি ঘটনায় নিন্দা প্রকাশ করছি। ঘটনাটির ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।