আপনি যে দলেরই হোক না কেন আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের পাশে থাকবো
…. মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে শাহরাস্তিতে উন্নয়ন কর্মকান্ড প্রচার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী শাহরাস্তি হাজীগঞ্জ এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা রাজনৈতিক কারনে কাউকে হয়রানি করিনি। যারা অতীতে ক্ষমতায় ছিল তারা কি করেছে, তারা আবার ক্ষমতায় আসলে কি করবে সেটা জনগণের মাঝে তুলে ধরতে হবে। আপনি যে যেই দলেরই হউন না কেন আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের জন্য কাজ করবো।
আমি আপনাদেরই লোক আপনাদের সেবায় কাজ করে যাবো। আমি নির্যাতিতদের পাশে থাকবো। গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করবো।
তিনি জানান, বিগত বছরগুলোতে শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলায় আড়াই হাজার কোটি টাকার কাজ করেছি। শাহরাস্তি হাজীগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সহযোগিতার জন্য উন্নয়ন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন,মহান আল্লাহ ও প্রিয় নবী কে স্বরণ করবেন। মানুষ চেষ্টা করে কিন্তু আল্লাহ রহমত ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আপনাদের দোয়ায় বিপদ আপদ থেকে আল্লাহ তায়ালা আমাকে হেফাজত করেছেন। আমি কখনো মনবল হারাই নাই মনে রাখতে হবে আল্লাহর ইচ্ছা ছাড়া কোন কিছুই সম্ভব নয়।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি নিতে হবে পাশাপাশি মানুষের কল্যাণে কি কাজ করা যায় সেই চিন্তা করতে হবে।
সাধারণ মানুষের কাছে যেতে হবে। আবারো আওয়ামীলীগ ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করবে। সভায় সংসদ সদস্য মহোদয়ের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের লিখিত চিত্র তুলে ধরেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি, ডাঃ খোরশেদ আলম, শাহরাস্তি উপজেলা কাওমী সংগঠনের সভাপতি মাওলানা ইদ্রিস , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা নাসের মোঘল, সাংবাদিক মাসুদ হাসান।