ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
শিরোনাম:
শাহরাস্তি থানার গৌরবময় অর্জন: অভিন্ন মানদণ্ডে চার বিভাগে পুরস্কার পেলেন কর্মকর্তারা চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১২৯৫ পিস ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করে? ১৯৪১ ও ২০২৫ সালের আয়নায় বিশ্ব শাহরাস্তিতে রাগৈ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ফজরের নামাজ, দৌড় আর স্বাস্থ্যকর নাশতায় নতুন সকালের সূচনা ন্যায়বিচারের অপেক্ষায় শাওনের পরিবার: শাহরাস্তির কিশোর হত্যা মামলার তদন্তে পিবিআই শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী শাহরাস্তিতে গ্যারেজের তালা ভেঙে এক রাতে তিনটি অটোরিকশা চুরি: অজ্ঞাত চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ রশিদপুর একতা বন্ধনের মানবিক উদ্যোগ: সড়ক দুর্ঘটনায় আহত যুবককে আর্থিক সহায়তা শাহরাস্তিতে গাছে উস্কানিমূলক স্টিকার: জামায়াতের নাম ব্যবহার করে রাজনৈতিক উত্তেজনা তৈরির অভিযোগ ছুটি শেষে কর্মস্থলে ফেরা: শাহরাস্তিতে যাত্রীদের উপচে পড়া ভিড়

শাহরাস্তিতে লোটরা বাজার জামে মসজিদ এর অজুখানা এক আতংকের স্থান

  • অফিস ডেস্ক
  • Update Time : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ৫১৫৯৬ Time View

মসজিদ কমিটির খামখেয়ালীপনায় হরহামেশাই ঘটছে দূর্ঘটনা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঘাটলা এক অভিশপ্ত অজুর জায়গা। ঘাটলাটি নির্মাণের সময় থেকে প্রতিনিয়ত মানুষ ঘাটলার শেষে নিচে নেমে যখনি সিড়ি আছে মনে করে “পা” দেয় সাথে সাথেই পানিতে পড়ে হাবুডুবু খেয়ে মোবাইল সহ মূল্যবান কাগজপত্র নিয়ে ভিজে যায়।

অনেক মুসাফির ও অপরিচিত ব্যক্তি নামাজের নিয়তে মসজিদে প্রবেশ করে অজুর জন্য গেলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে তাদের সাথে। বিষয়টি জেনেও না জানার ভান করে থাকেন মসজিদ কমিটির বর্তমান সদস্যরা।

প্রতিদিন ২/৩ জন করে এ ঘাটলায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবার বিকেলে আসরের নামাজ পড়তে মসজিদের প্রবেশ মুহূর্তে এক রিক্সা চালক না জেনে ঘাটলার শেষ ধাপে নামতে গিয়েই পড়েন বিপাকে। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে পুকুরের পানিতে ভিজে নামাজও পড়তে পারে নি। এভাবে প্রতিদিন কেউ না কেউ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় পতিত হচ্ছেন।

মসজিদের নিয়মিত মুসল্লী ও বাজার ব্যবসায়ীরা জানান, প্রায় ৩ বছর পূর্বে সরকারী অনুদানের প্রায় ৪ লক্ষ টাকা দিয়ে ঘাটলাটি নির্মাণ করেন তৎকালীন চেয়্যারম্যান সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুর রশিদ। তবে ঘাটলাটি আদৌ ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে কিনা সন্দেহ প্রকাশ করেন অনেকে। ঘাটলাটির নির্মাণের সময় সিড়ির ধাপগুলো নিচের দিকে আর নামায় নি। তার জন্য পুকুরে পানি থাকা অবস্থায় অনেক মুসল্লি অজু করতে নামলে সিঁড়ির ধাপ শেষ হলেও বুঝতে না পারার দরুন, নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।

লোটরা বাজার জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম বলেন, আমরা কমিটির পক্ষ থেকে সিঁড়ির শেষ ধাপে লাল কাপড় বেঁধে দিলেও অনেক অপরিচিত মুসল্লী বিষয়টি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। সত্যিই বিষয়টি দুঃখজনক। আমরা শীঘ্রই ঘাটলার পাশে অজুখানা নির্মাণ করবো। তাতে সৃষ্ট সমস্যা কিছুটা হলেও নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তি থানার গৌরবময় অর্জন: অভিন্ন মানদণ্ডে চার বিভাগে পুরস্কার পেলেন কর্মকর্তারা

শাহরাস্তিতে লোটরা বাজার জামে মসজিদ এর অজুখানা এক আতংকের স্থান

Update Time : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

মসজিদ কমিটির খামখেয়ালীপনায় হরহামেশাই ঘটছে দূর্ঘটনা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঘাটলা এক অভিশপ্ত অজুর জায়গা। ঘাটলাটি নির্মাণের সময় থেকে প্রতিনিয়ত মানুষ ঘাটলার শেষে নিচে নেমে যখনি সিড়ি আছে মনে করে “পা” দেয় সাথে সাথেই পানিতে পড়ে হাবুডুবু খেয়ে মোবাইল সহ মূল্যবান কাগজপত্র নিয়ে ভিজে যায়।

অনেক মুসাফির ও অপরিচিত ব্যক্তি নামাজের নিয়তে মসজিদে প্রবেশ করে অজুর জন্য গেলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে তাদের সাথে। বিষয়টি জেনেও না জানার ভান করে থাকেন মসজিদ কমিটির বর্তমান সদস্যরা।

প্রতিদিন ২/৩ জন করে এ ঘাটলায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবার বিকেলে আসরের নামাজ পড়তে মসজিদের প্রবেশ মুহূর্তে এক রিক্সা চালক না জেনে ঘাটলার শেষ ধাপে নামতে গিয়েই পড়েন বিপাকে। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে পুকুরের পানিতে ভিজে নামাজও পড়তে পারে নি। এভাবে প্রতিদিন কেউ না কেউ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় পতিত হচ্ছেন।

মসজিদের নিয়মিত মুসল্লী ও বাজার ব্যবসায়ীরা জানান, প্রায় ৩ বছর পূর্বে সরকারী অনুদানের প্রায় ৪ লক্ষ টাকা দিয়ে ঘাটলাটি নির্মাণ করেন তৎকালীন চেয়্যারম্যান সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুর রশিদ। তবে ঘাটলাটি আদৌ ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে কিনা সন্দেহ প্রকাশ করেন অনেকে। ঘাটলাটির নির্মাণের সময় সিড়ির ধাপগুলো নিচের দিকে আর নামায় নি। তার জন্য পুকুরে পানি থাকা অবস্থায় অনেক মুসল্লি অজু করতে নামলে সিঁড়ির ধাপ শেষ হলেও বুঝতে না পারার দরুন, নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।

লোটরা বাজার জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম বলেন, আমরা কমিটির পক্ষ থেকে সিঁড়ির শেষ ধাপে লাল কাপড় বেঁধে দিলেও অনেক অপরিচিত মুসল্লী বিষয়টি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। সত্যিই বিষয়টি দুঃখজনক। আমরা শীঘ্রই ঘাটলার পাশে অজুখানা নির্মাণ করবো। তাতে সৃষ্ট সমস্যা কিছুটা হলেও নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box