শিক্ষামন্ত্রী দিপু মনি’র মাতা রহিমা ওয়াদুদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, চিকিৎসক, আইনজীবী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, আমি মরহুমা রহিমা ওয়াদুদ এর রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সইবার শক্তি দেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে শিক্ষামন্ত্রীর নিজ বাসভবনে মারা যান তিনি। শনিবার (৬ মে) শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
তিনি মৃত্যুকালে এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।