চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রবাসীদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় গঠিত হলো চাঁদপুর জেলা প্রবাসী কল্যান সমিতি।
প্রবাসীদের নিরাপত্তা ও যে কোন ধরনের সার্বিক সহযোগিতার নিমিত্তে গঠিত এই সংগঠনটি চাঁদপুরের সকল প্রবাসীদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
শুক্রবার স্থানীয় একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আত্নপ্রকাশ ঘটে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির।
কমিটিতে উপদেষ্টা মন্ডলী সদস্য হিসেবে রয়েছেন হুমায়ন কবির, দেলোয়ার হোসেন সরকার, নাছির উদ্দিন, সুলেমান ভূট্টো, গাজী শরিফ, ইব্রাহিম, মোজাম্মেল হক মোল্লা, কবির হোসেন।
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির কমিটিতে আহবায়ক মোঃ হাবীবুর রহমান রাঢ়ী, ১নং যুগ্ন আহবায়ক মোঃ নূর আলম (পাটোয়ারী), ২নং যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন, সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন বেপারি, ১নং সহ-সদস্য সচিব মোঃ হাবীবুর রহমান, ২নং সহ-সদস্য সচিব মোঃ আবুল বাসার সোহেল, দপ্তর সহযোগী মোঃ মিজানুর রহমান (জীবন), সম্মানিত সদস্য শফিকুল ইসলাম, সৈয়দ আহম্মেদ, আব্দুল কুদ্দুস, রোমান সরকার, শরিফুল, নূর মোহাম্মদ, কবির হোসেন প্রমুখ।