জোছনা যাপন
আর.কে.টুলি
ইট পাথরের ছাদের উপর
চাঁদ দেখোরে ওই ,
সোডিয়ামের আলোর তলে
জোছনা গেলো কই…..
বারান্দাতে দাঁড়িয়ে দেখি
হরেক গাড়ি যায়,,
জোনাকগুলো নাই তো হেথা
স্ট্রিট লাইট চোখ ধাঁধায়।
হর্ণের শব্দে ঘুম আসে না
আধো ঘুমে রই,
পেট্রোলের গন্ধ জ্বালায় খুব
চারদিকেও হৈচৈ।
এমন শহরে কেমন করে
জোছনা বিলাস করি,
ইচ্ছে করে সব পুড়িয়ে ফেলে
গ্রামের মতো গড়ি।
তখন কেবল ঐ আকাশে
চাঁদটা শুধু রবে,
আমি, তুমি আর চাঁদ মামা
কেমন মজা হবে!
Facebook Comments Box