চাঁদনী রাতের গল্প
আর.কে.টুলি
আসমান ভাইঙ্গা চান্দের আলো
চুইয়া চুইয়া পড়ে,
এমন দিনে মনডা আমার
কেমনে রাখি ঘরে !
কথা ছিলো গাঙ্গে যাবো
চড়বো দুজন নাও,
উড়াল দিয়া আইসা বন্ধু
আমায় নিয়া যাও।
সারা গায়ে মাখবো আলো
ধবল ধরনি তলে,
আকাশ ভাইংগা পড়বো যখন
জোছনা গলে গলে।
তোর চোখেতেই দেখুম স্বপন
কান্ধে রাইখা মাথা,
হাজার জনমেও ফুরাইবো না
তোমার আমার কথা।
আমাদেরই স্বপ্নগুলা
জানবো না তো কেউ,
জানবো শুধু চান্দা মামা
আর নদীর ওই ঢেঊ।
তুমি আমি কাটায়া দিবো
এমন চাঁদনী রাত
একটা জীবন পাড়ি দিবো
হাতে রেখে হাত।
Facebook Comments Box