চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ এপ্রিল রোজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে শাহরাস্তি থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে শাহরাস্তির সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ২ টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নূর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে ও জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।