এক পৃথিবীর সন্ধানে
আর.কে টুলি
পৃথিবীর সৌন্দর্যে মানুষ কতদূর যায় !
স্বর্গরাজ্য কাশ্মির জয় করে
আমি এক মহা পৃথিবীর সন্ধান পেয়েছি
তাই আমাকে কাশ্মীরের সৌন্দর্য্য আর টানে না,
পূর্ণিমার সৌন্দর্য্য দেখার নেশায় মানুষ
খোলা আকাশের পানে চোখ রাখে
আমি এখন আর আকাশে পূর্ণিমা খুঁজি না,
আমার একটা আকাশ আছে
যে আকাশে মাস জুড়ে থাকে পূর্নিমা
আমি তার নাম দিয়েছি অনন্যা।
প্রকৃতির হাসি ফুল, মানুষ কাননে ফুল দেখে
আমি কাননে প্রকৃতির হাসি দেখিনা
আমার হৃদয় জুড়ে একটা কানন রয়েছে
সেই কাননের হাসির রানীর হাসি দেখে
প্রকৃতির হাসি খুঁজি না!
আমি এখন সাহস নিয়ে চলতে পারি
হাসি মুখে কথা বলতে পারি
দুঃখ আমায় ছুঁতে পারেনা
কারণ, আমার চারপাশে এক মহা প্রাচীর আছে
সেই প্রাচীর ইট কিংবা কংক্রিটের নয়
এক মহা মানবীর আদর,স্নেহ, মমতা
আর ভালোবাসার প্রাচীর,
আমি সেই প্রাচীরের নাম দিয়েছি স্বপ্নখনি
নিত্য আমি সেই প্রাচীরের ছায়াতলে
দিন গুনি।।