
“ঈদের আনন্দ ধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, আগামী দিন হোক সুন্দর ও আনন্দময়” শাহরাস্তির সুয়াপাড়া বড় বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। এভাবেই মুসল্লীদের স্বাগত জানিয়ে সুয়াপাড়া বড় বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পালিত হলো ঈদের জামায়াত
শাহরাস্তি শহরের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান সুয়াপাড়া বড় বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামায়াত পরিচালনা করেন আলহাজ্ব মেজবাহ উল উদ্দিন লতিফী সাহেব। উক্ত ঈদের জামায়াতে কয়েক মহল্লার ধর্মপ্রান মুসল্লীগন জামাতে অংশগ্রহণ করেন।
জামাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মাস্টার, ডাঃ মফিজুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোঃ মহসিন পাটোয়ারী, ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোঃ শামীম হোসেনসহ কয়েক গ্রামের ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।
ঈদগাহের মোতওয়াল্লি মোঃ মাহবুব আলমের পক্ষে জামায়াতের সার্বিক তত্ত্বাবধান ও উপস্থাপনা করেন মোঃ ইমরান হোসেন পাটোয়ারী, ওই সময় তিনি পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জামায়াত শেষে
দুনিয়ার সকল কবর বাসির আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।