পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান, ১নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার-২০১৯ প্রাপ্ত, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য (শাহরাস্তি-হাজীগঞ্জ) চাঁদপুর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষ হতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও অল্প আয়ের মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। ২১ এপ্রিল শুক্রবার দিনব্যাপী পৌর ও বিভিন্ন ইউনিয়নে মাননীয় সংসদ সদস্যের পক্ষ হতে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তার প্রদান কালে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুল কবির, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মাসুদ আলম রানা, সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মানিকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এক বিবৃতিতে বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর সমাগত। সকল স্তরের জনগণের মাঝে পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। মহান রাব্বুল আলামীন সকলকে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপনের তৌফিক দান করুক। তিনি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।