শোরসাক ইসলামিয়া মডেল দাখিল মাদ্রাসা ও এতিমখানার সামনে শোরসাক কেন্দ্রীয় ঈদগাও ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় এই জামায়াত অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা, নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক বোরহান উদ্দিন এর সঞ্চালনায় নামাজের ইমামতি করেন প্রতিষ্ঠানের সভাপতি, প্রফেসর এম এ তাহের।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ। উন্নয়ন কমিটির সভাপতি, আবু ইউছুফ এম এ, মাদ্রাসার সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন। খোদবা বয়ান করেন, মসজিদের খতিব হাফেজ ইয়াকুব আলী সহ বিভিন্ন এলাকার মুসল্লিরা জামায়াতে অংশগ্রহণ করেন।
জামায়াত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির অব্যাহত কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Facebook Comments Box