যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে আজ সারাদেশের ন্যায় শাহরাস্তির ঐতিহ্যবাহী রায়শ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।
দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে পালন করছেন তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।
আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ আজ সকালে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে সামিয়ানার নিচে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
শনিবার(২২ এপ্রিল) সকাল ৮টায় রায়শ্রী গ্রামের একমাত্র বিশাল ঈদগাহ রায়শ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রায় তিন সহস্রাধিক মুসল্লি নিয়ে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়।
গ্রামের শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রবাস ফেরত রেমিট্যান্স যুদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ীসহ সকল শ্রেনী-পেশার, সর্বস্তরের হাজারও মানুষ উৎসব আমেজে সেখানে নামাজ আদায় করেন।
ঈদের জামায়াতের ইমামতি করেন মাওলানা মুফতি এমরান হোসাইন সালেহী। নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পরে তিনি মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও দেশ- জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।
দূর-দূরান্ত থেকে ছোট বড় এবং শিশুরাও নতুন জামা-কাপড় পরে ঈদের জামাতে শরীক হতে ছুটে আসেন ঈদগাহ মাঠে।
জামায়াত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।