![](https://janapadbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শাহরাস্তি উপজেলার ১০ নং টামটা ইউনিয়ন এর চেঙ্গাচালে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘আলোকিত সমাজ চাই’ সংগঠনের ইফতার অনুষ্ঠান ২৭ রমজান ২০ এপ্রিল রোজ বৃহস্পতিবার সম্পন্ন হয়।
গত এক যুগেরও বেশি সময় ধরে আলোকিত সমাজ চাই সংগঠন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। এবং প্রতি বছর মাহে রমযানে সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠান করা হয়।
প্রতিবছরের ন্যায় এবারও আলোকিত সমাজ চাই তাদের ইফতার অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন করেছে। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, থেকে শুরু করে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সামাজিক ধর্মীয় এবং মানবিক দিক সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আলোকিত সমাজ চাই এর সাথে সম্পৃক্ত বিগত এক যুগেরও বেশি সময় ধরে চলা বিভিন্ন কার্যক্রম গুলো তুলে ধরেন।
সবশেষে মিলাদ, দোয়া-মোনাজাত মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় এবং পথচারী ও ইজি বাইক মোটরসাইকেল সিএনজি চালক ও যাত্রীদের হাতে সংগঠনের কর্মীরা ইফতার তুলে দিয়ে ভালোবাসা বিনিময় করেন এবং রমজানের সৌন্দর্য উপভোগ করেন।
আলোকিত সমাজ চাই এর এই কার্যক্রম অব্যাহত থাকুক এই কামনা করেছেন সকল শ্রেনী মানুষ। আলোকিত সমাজ চাই এর সদস্যরাও এমন সামাজিক ধর্মীয় ও মানবিক কাজগুলো অব্যাহত রাখবেন বলে সংগতি জ্ঞাপন করেন।