ইচ্ছে
আর.কে টুলি
আমার যেতে ইচ্ছে করে
অনেক দূরের মেঠো পথে,
যেথায় আছে পথের শেষে
কাজলা দীঘি,-
দীঘির জলে ভাসিয়ে দিবো দুঃখগুলো
নতুন করে বাঁচবো তখন,
উড়বো আমি আপন হৃদয়
উজাড় করে।
কিশোরী হয়ে ভাসবো আমি
নতুন প্রেমে রাঙ্গা হয়ে।
ভাংবো খাঁচা
সমাজ নামক বন্দীশালা
মিথ্যে ভয়ে।
আপন ভূবন রাঙ্গিয়ে নিবো
নিজের সব ইচ্ছে দিয়ে।
পথ হারাবো তোমার সাথে
নতুন পথের খোঁজে।
ভাববো না আর
এসব নিয়ে, মন্দ বলুক লোকে।
Facebook Comments Box