চাঁদপুরের শাহরাস্তিতে দূর্ঘটনায় আহত দৈনিক আলোকিত চাঁদপুর এর শাহরাস্তি প্রতিনিধি, বিশিষ্ট কবি মোঃ হাসানুজ্জামানকে দেখতে ছুটে গিয়েছেন শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় সংগঠনের সদস্যদের কাছে পেয়ে সাংবাদিক হাসানুজ্জামান ও তার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়েন। ভবিষ্যতেও এই ধরনের ঐক্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় শাহরাস্তি ঐক্য পরিষদের সভাপতি ও দূর্বার নিউজের সম্পাদক রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক রাফিউ হাসান হামজা, শেয়ার বিজ এর চাঁদপুর প্রতিনিধি বেলায়েত সুমন ও অপরাধ দমন এর স্টাফ রিপোর্ট মো ইমাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ এপ্রিল বিকেল সাড়ে চার ঘটিকায় শাহরাস্তি পৌরসভার মেহার কালীবাড়ী এলাকায় কয়লা বাহী ট্রাক ও মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছেন।