প্রায় নয় বছর আগে শাকিব খান প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমায় ‘যেখানে যাবে আমাকে পাবে’ গান লিখেছিলেন। আবারও শাকিবের ছবিতে নতুন গান লিখেছেন গীতিকবি জহিদ আকবর।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ গানটি প্রকাশিত হয় দুদিন আগে। প্রতিবাদী এই র্যাপ গান দিয়ে প্রশংসা অর্জন করেন শাকিব খান।
এই ছবির নতুন গান ‘সুরমা সুরমা’ আসছে।
আর এ গানটিই লিখেছেন জাহিদ আকবর। বিশেষ করে রোম্যান্টিক ধাঁচের গান লেখায় তিনি স্বনামধন্য। একাধিক সব জনপ্রিয় গানের গীতিকার জাহিদ আকবর এ গান নিয়ে বলেন, ‘শাকিব ভাইয়ের শিকারী, নবাব, ভাইজান ছবিগুলোর দেখার পর থেকে তাকে নিয়ে গান লিখতে গিয়ে বাড়তি যত্ন রাখতে হয়েছে। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’
‘সুরমা সুরমা’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। শাকিব খানের সঙ্গে গানে পারফর্ম করতে দেখা যাবে শবনম বুবলীকে। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।