শাহরাস্তিতে বিএনপি’র ১০ দফা দাবিতে প্রচারপত্র বিলি, অবস্থান কর্মসূচি, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার বিকেলে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধবগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে প্রচারপত্র বিলি, অবস্থান কর্মসূচি, শেষে স্থানীয় মেহের ষ্টেশন প্যারাডাইস কফি হাউসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক। টামটা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কিরণ মুন্সি, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগরের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু ইউসুফ রুপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহেতেশামুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিন্টু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ দু’ ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।