মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ এর তাৎপর্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ ফরিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা জজ এসএম ইয়াসিন আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর থানার ওসি তদন্ত লিটন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সবুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া,সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান,উপজেলা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সবিতা রানী ভদ্র শ্রীপুর সরকারী মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম,শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীস আরো অনেকে।
সেমিনারে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সেমিনারে বক্তারা সাধারণ জনগণের আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা পেশ করেন।