পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুর বাজারে নকল বনফুল সেমাই তৈরীর সন্ধান পায় মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আমজাদ হোসেন।
ঠাকুর বাজারের মহামায়া গাছ সংলগ্ন নকল বনফুল কারখানায় গিয়ে দেখা যায়, মোবাইল কোর্টের অভিযানের খবর পেয়ে সেমাই কারখানার মালিক মেসার্স পাটওয়ারী ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক মো: আবুল খায়ের পাটোয়ারী, তার দুই পুত্র মিলন ও শহীদ কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য তারা ঠাকুর বাজারে দীর্ঘদিন ধরে মুদির দোকানে ব্যবসার আড়ালে এসব ভেজাল পন্য তৈরী করে দিব্যি ব্যবসা করে যাচ্ছিলেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের ম্যানেজ করেই অবৈধ ব্যবসাটি শাহরাস্তির প্রাণকেন্দ্র ঠাকুবাজারে তিনি করে যাচ্ছিলেন।
সরেজমিনে, বনফুল ব্যান্ডের সেমাইর প্যাকেটে (বনফুল) নাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত খোলা ও মানহীন সেমাই প্যাকেটজাত করা হচ্ছে।
ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আমজাদ হোসেন নকল বনফুল কারখানাটি সিলগালা করে, স্থানীয় কাউন্সিলর মো: দেলোয়ার হোসেনের জিম্মায় কারখানাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) অফিসের নাজির খোকন চন্দ্র শীল, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই) মাহাদী হাসান সহ বিএসটিআইর কর্মকর্তাবৃন্দ।